সুবর্ণচরে শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত, এক শিশুর মৃত্যু

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নোয়াখালীর সুবর্ণচরে শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। ঘর চাপায় মৃত্যু হয়েছে এক শিশুর। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং নিকটবর্তী দ্বীপ ও চরগুলো ৬ নম্বর বিপদ সংকেতের আওতায় রয়েছে। নোয়াখালীসহ উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে।

জানা যায়, চর ওয়াপদা ও চর জব্বর ইউনিয়নে প্রচণ্ড ঝড়ে গাছপালা ও শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এ সময় ঘরচাপা পড়ে চর ওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে এক শিশু নিহত হয়। এছাড়াও ঝড়ের প্রভাবে চর জব্বর ইউনিয়নে অন্তত ৩০ জন আহত হয়েছে। সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা চিকিৎসাধীন রয়েছেন।