চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভায় বক্তারা নজরুল আমাদের শুদ্ধ চেতনার বাতিঘর

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বাংলাদেশের জাতীয় কবি চির বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের ১২৪ম জন্মজয়ন্তী উপলক্ষে “চির উন্নত মম শীর” শীর্ষক সাহিত্য সন্ধ্যা গত ২৩ মে সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ। এতে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ও পালি ভাষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী, কলামিস্ট লায়ন এ.কে. জাহেদ চৌধুরী, কবি আশীষ সেন, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, আবৃত্তিশিল্পী শাহীন ফেরদৌসী, সাংবাদিক সজিত কুমার দাশ, আবৃত্তিশিল্পী সোমা মূৎসূদ্দী, শবনম ফেরদৌসী, স.ম. জিয়াউর রহমান, মাসুদ রানা, রেদওয়ানুল হক, মোঃ মনজুর আলম, সুমন বড়ুয়া, ওবাইদুল হক, সবুজ চৌধুরী রকি, সাবিকুন্নাহার শিউলী, নুরুল আলম, কাজী নজরুলের বিদ্রোহ কবিতা আবৃত্তি করেন আল হাসনাত মাসুম শিহাব। সভায় বক্তারা বলেন নজরুল আমাদের শুদ্ধ চেতনার বাতিঘর। বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি গ্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য। বাঙালি মনীষার এক তুঙ্গীয় নিদর্শন নজরুল। তিনি বাংলাদেশের জাতীয় কবি। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ-দুই বাংলাতেই তাঁর কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তাঁর কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ।