রাঙামাটিতে ২১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে

ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় জরুরি সভা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। সভায় জানানো হয় সরকারি সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। রাঙামাটি শহরে খোলা হয়েছে ২১টি আশ্রয়কেন্দ্র। গঠন করা হয়েছে ১০টি মেডিকেল টিম।

গত দুই বছর বৃষ্টিতে পাহাড় ধসে দেড় শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় এবারের ফণী নিয়ে বেশ চিন্তিত প্রশাসন।

সভায় জানানো হয় রাঙামাটিতে ২১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সভায় পাহাড় ও সড়ক ধস রোধে সব প্রতিষ্ঠানকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়া হয়।

জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল সভায় উপস্থিত ছিলেন।