সাতকানিয়া বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

সাতকানিয়ার নবগঠিত উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি বাতিলের দাবিতে ‘তৃণমূল’ বিএনপি রোববার ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে।

সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির নব গঠিত কমিটিতে তৃণমূল নেতাকর্মীদের বাদ দিয়ে তথাকথিত বিএনপি নামের আওয়ামী এজেন্ডার দিয়ে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা ‘তৃণমূল’ বিএনপির ব্যানারে ঝাড়ু মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার সাতকানিয়া রাস্তার মাথা ম্যারেজ হাউজ কমিউনিটি সেন্টার থেকে একটি ঝাড়ু মিছিল শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাট এলাকা প্রদক্ষিণ করেন। পরে কেরানিহাটের উত্তরমাথা এলাকায় একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবদুল কাইয়ুম, হাফেজ আহমদ চেয়ারম্যান, মনজুর আহমদ, মো.শফি, কামাল উদ্দিন ও মো.বাবুল প্রমুখসহ উপজেলা, পৌরসভা বিএনপি’র নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, যারা দলের দুঃসময়ে কোন আন্দোলন সংগ্রামে ছিল না তাদের দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। সাতকানিয়া উপজেলার যাকে আহ্বায়ক করা হয়েছে তার বিরুদ্ধে একটি মামলা পর্যন্ত নেই, অথচ মামলা হামলায় জর্জরিত নেতাকর্মীদের বাদ দিয়ে গঠিত কমিটি বাতিল করে আগামী এক সপ্তাহের মধ্যে তৃণমূল বিএনপির নেতা-কর্মী দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। না হলে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করে নতুন কমিটি গঠনে বাধ্য করা হবে। উল্লেখ্য, সম্প্রতি সাতকানিয়া উপজেলায় জামাল হোসেন আহ্বায়ক ও গোলাম রাসুল মোস্তাককে সদস্য সচিব এবং পৌরসভায় শওকত আলী চৌধুরীকে আহ্বায়ক মোহাম্মদ আবদুর রহিমকে সদস্য সচিব করে উভয় কমিটিতে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা ও পৌরসভা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। কমিটি গঠন সম্পর্কিত একটি প্রেস বিজ্ঞপ্তি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে তোলপাড় শুরু হয় তৃণমূল বিএনপির নেতা-কর্মীর মাঝে।