ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতিক বরাদ্দ

 শওকতন হোসেন করিম, ফটিকছড়ি: আসন্ন ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এই নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী পেয়েছেন (মোটরসাইকেল) প্রতিক। অপরজন, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্র নেতা মুঃ বখতেয়ার সাঈদ ইরান পেয়েছেন (আনারস) প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন দুজন প্রার্থী প্রদীপদদ্বন্দ্বিতা করবেন, তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা (প্রজাপতি) ও আওয়ামী লীগ নেত্রী শারমিন আক্তার নুপুর (ফুটবল)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীন (বই) , ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন (টিউবওয়েল), সৈয়দ জাহেদুল্লাহ কৌরাইশী (তালা), নাজিমুদ্দিন সিদ্দিকী (চশমা) প্রতীক পেয়েছেন। বৃহস্পতিবার (২ মে) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ রাকিব হাসান। তিনি বলেন, যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেছি। দ্বিতীয় ধাপে (২১ মে) ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।