চট্টগ্রামে রাসায়নিক পদার্থ মিশিয়ে নকল ‘ট্যাং’ তৈরি

শরবতের বাড়তি চাহিদার সুযোগ নিতে গড়ে তোলা চট্টগ্রামে নকল ‘ট্যাং’ (Tang) তৈরির কারখানায় অভিযান চালিয়েছে কারখানাটি সিলগালা করে দেওয়ার পাশা-পাশি নকল ট্যাং তৈরির মেশিনসহ সরঞ্জাম জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকার আলিফ টাওয়ার ও এসআলম বিল্ডিংয়ের ২য় তলায় নকল কারখানার সন্ধান পান গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা। এসময় প্রায় ৪ টন পাউডার, চা পাতা ও টেস্টিং সল্ট উদ্ধার করা হয়েছে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, চিনি ও মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে তৈরি করা হতো ওই শরবতের পাউডার। যার নাম দেওয়া হয়েছে ট্যাং।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইলিয়াস খান জানান, কারখানাটিতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শরবতের পাউডারগুলো তৈরি করে প্যাকেটজাত করা হয়। এরপর পাশ্ববর্তী ফারুক বিপনী ভবনে নিয়ে গিয়ে সেগুলো বোতলজাত করা হয়।

তিনি আরো বলেন, সাতকানিয়া উপজেলার দক্ষিণ রূপকানিয়া এলাকার নুরুল আলমের ছেলে মো. বদরুল আলম (২৯) এসব নকল কারখানা পরিচালনা করেন ।তাকে গ্রেফতারে অভিযান চলছে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মীর্জা সায়েম মাহমুদ বলেন, ‘রোজায় শরবতের চাহিদা বাড়ে। এজন্য ভেজাল কারখানাটি গড়ে তোলা হয়েছিল। মাসখানেক আগে এটা চালু হয়। অভিযানের সময় মালিক পালিয়ে গেছে।’