রবীন্দ্র নাথ বাংলা সাহিত্যের অবিস্মরণীয় ব্যক্তিত্ব

সাহিত্য সন্ধ্যায় বক্তারা
চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী স্মরণে “উদ্ভাষিত তব মহিমা” শীর্ষক সাহিত্য সন্ধ্যা গতকাল ৯ মে সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ। এতে প্রধান আলোচক ছিলেন চবির ইংরেজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় আলোচক ছিলেন কলামিষ্ট লায়ন এ.কে. জাহেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী, সাংবাদিক সুজিত কুমার দাশ, কবি আশীষ সেন, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী, কবি সজল দাশ, সংগঠক প্রণব রাজ বড়ুয়া, দিলীপ সেনগুপ্ত, ছাত্রনেতা এম. মঞ্জুর আলম, ইসমাঈল চৌধুরী, সুদীপ্ত সিকদার, সবুজ চৌধুরী রকি। সভায় বক্তারা বলেন রবীন্দ্র নাথ এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের অন্যতম শীর্ষ রূপকার বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুর। কবি গুরুর লেখা, দর্শন, চিন্তা চেতনা তথা বহুমাত্রিক আলোকছটার ঔজ্জ্বল্যে ও মহিমায় বাঙালির জাতিসত্তা হয়েছে মহিমান্বিত ও গৌরবান্বিত। রবীন্দ্র নাথ ঠাকুর বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন মর্যাদার আসনে।