বর্তমান প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে

শেখ রাসেল স্মৃতি মেধাৃত্তি‘র পুরষ্কার বিতরনীতে উপজেলা চেয়াররম্যান মোতাহের

পটিয়া প্রতিনিধি॥ পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধ‘র কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়ন অগ্রযাত্রায় উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। দেশে প্রতিটি উপজেলা, ইউনিয়ন রাস্তাঘাট, ব্রিজ, কারভার্ট, স্কুল, কলেজ মাদ্রাসায় নতুন ভবনসহ সর্বক্ষেত্রে উন্নয়নের মহাসড়কের পরিণত করেছে। যা বিগত কোন সরকারের আমলে হয়নি। সে উন্নয়নের ধারাবাহিকতায় পটিয়ার দুই দুইবার নিবার্চিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী পটিয়া উপজেলায় প্রায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন সার্ধিত হয়েছে। দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যোষ্ঠপুত্র শেখ রাসেলের নামে ১৯৮০ সালের এ অজয়পাড়া গ্রামের পাঠাগার স্থাপন করে পটিযা উপজেলাকে আলোকিত করেছে। এ সংগঠনের মাধ্যমে প্রতিবছর মেধাবৃত্তি, সাহিত্য সাংস্কৃতিকসহ এলাকায় বিভিন্ন কর্মকা-ে দেশ ও জাতির উন্নয়ন ভূমিকা পালন করে যাচ্ছে। এ সংগঠনকে এগিয়ে নিতে পটিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরণের সহযোগিতা প্রদান করা হবে। তিনি গত বুধবার রাত্রে পটিয়া দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের রাসেল বহুমুখী সমবায় লি: এর ব্যবস্থাপনায় শেখ রাসেল স্মৃতি মেধাবৃত্তি-১৮ এর পুরষ্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি‘র বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন জাতীয় সংসদদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। রাসেল বহুমুখী সমবায় সমিতি লি: এর সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম, সাবেক দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি ও উপজেলা আ‘লীগ নেতা আইযুব বাবুল, দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রাসেল স্মৃতি পাঠাগারের সভাপতি মুহাম্মদ সেলিম, দৈনিক পূর্বকোণের সহ-সম্পাদক প্রণব বড়–য়া অর্নব, পটিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আবু মোহাম্মদ হাবিব উল্লাহ। ছাত্রলীগ নেতা অনিক দে যীশু‘র পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠক হুমাযন কবির রাশেদ, দক্ষিণ ভূষি ইউনিয়ন আ‘লীগ সভাপতি মিহির চক্রবর্তী, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সংগঠনের সাবেক সভাপতি রিজুয়ান কবির, সাবেক সম্পাদক নেপাল মজুমদার, রাসেল বহুমুখী সমবায় সমিতি লি: এর সহ-সভাপতি রনধীর চক্রবর্তী, সম্পাদক কানু দে, রাসেল স্মৃতি পাঠাগারের সাধারন সম্পাদক বিকাশ দে বাবু, রতন কুমার দে, অনুপ কুমার মিত্র, শ্যামর চক্রবর্তী, রিমন চক্রবর্তী, ভূবন কুমার দে, সমবায় সমিতি লি: এর পরিচালক ইঞ্জিনিয়ার নুরুল আলম চৌধুরী, বিধান কুমার চৌধুরী, ডা: তপন দে, মো: আবু তাহের, ব্যাবস্থাপক কাজল চক্রবর্তী, রায়হান হামিদ অভি প্রমুখ। সকালের ১ম পর্বে রাসেল বহুমুখী সমবায় সমিতি লি: এর ২৭ ও ২৮ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতি‘র শেয়ার হোল্ডারদের মাঝে ৬০% লভ্যাংশ প্রদানের ঘোষনা প্রদান করা হয়। সন্ধ্যায় ২য় পর্ব অনুষ্ঠানের অতিথিবৃন্দরা শেখ রাসেল স্মৃতি মেধাবৃত্তি-১৮ এর পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষক অরুন কুমার মিত্র, সহকারী নিয়ন্ত্রক শিক্ষক জাহাঙ্গীর আলম ও সমীর কুমার দে‘কে সম্মাননা প্রদান ও বৃত্তিপরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুলের ১৫ জন ছাত্র-ছাত্রীকে টেলেন্টপুলে এবং ৭ জনকে সাধারন গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে রাসেল সংগীতাঙ্গনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশীত হয় এবং সমিতির সদস্যদের মাঝে লাকী কুপন ড্র প্রদান হয়।