‘দেশের প্রয়োজনে খালেদা জিয়ার সুস্থতা প্রয়োজন’

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: বেসরকারি হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থাকা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল করেছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি।

শুক্রবার (২৮ নভেম্বর) নামাজের পর জুমবাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা এবং দেশের প্রয়োজনে রাজনীতির মাঠে সুস্থ শরীরে ফিরে আসার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করা হয়।

দোয়া মাহফিলে আলমগীর তাজ জনি বলেন, বেগম খালেদা জিয়া হলেন বাংলাদেশের রাজনীতির নক্ষত্র। তিনি দেশের প্রয়োজনে কুচক্রিদের সাথে আপোষ করেননি। তিনি হাসিনার মতো পাশের দেশকে বাংলাদেশকে বিকিয়ে দেননি।

তিনি বলেন, বাংলাদেশের কঠিন সময়ে বেগম খালেদা জিয়ার মতো দেশপ্রেমিক রাজনীতিকের বেশি প্রয়োজন। মহান দয়াবান আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থতা দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

মাহফিলে ঈদগাঁও উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ও অংশগ্রহণ করেন। শেষে দোয়া ও মুনাজাত করেন মা ফাতেমা জামে মসজিদ খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আলম।