নিষ্ঠা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

চট্টগ্রামের পথশিশু শিক্ষা কার্যক্রমের অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অধিকার বঞ্চিত শিশু একাডেমী এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার নতুন জামা-কাপড় প্রদান উপলক্ষে এক আলোচনা সভা ও ঈদবস্ত্র বিতরণ নগরীর পাহাড়তলী থানাধীন আকবর শাহ এলাকাস্থ লালপুল সংলগ্ন অধিকার বঞ্চিত শিশু একাডেমীর প্রধান কার্যালয়ে সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জান্নাতুল ফেরদৌস বৃষ্টির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অধিকার বঞ্চিত শিশু একাডেমীর ৪৫ জন এতিম শিক্ষার্থীদের মাঝে নতুন ঈদের পোশাক বিতরণ করেন নিষ্ঠা ফাউন্ডেশন চট্টগ্রামের ট্রাস্টি ও ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী এম এ সবুর। এ সময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র, বিশিষ্ট শিক্ষানুরাগী হাসিনা জাফর, জালালাবাদ আই হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও নিষ্ঠা ফাউন্ডেশনের আজীবন সদস্য নুরুল ইসলাম ভূঁইয়া, রাঙামাটি বিএম ইন্সটিটিউটের লেকচারার ও নিষ্ঠা ফাউন্ডেশনের আজীবন সদস্য অধ্যাপক শায়লা চৌধুরী তুহিন, হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষ্ঠা ফাউন্ডেশনের আজীবন সদস্য সাজেদা বেগম, হালিশহর সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ ও স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত গুণীজন নাগরিক সংবর্ধনা কামটি-চট্টগ্রামের সদস্য সচিব ড. শেখ এ রাজ্জাক রাজু, বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. ওসমান গণি, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. কালিম শেখ। অধিকার বঞ্চিত শিশু একাডেমীর সদস্য ও স্বেচ্ছাসেবী সোনিয়া আকতার রূপার সঞ্চালনায় ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, একাডেমীর ইউনিট লিডার মোহাম্মদ ফোরকান, একাডেমীর ফেনী কেন্দ্রের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুমন, রুবি আকতার, কামরুন নাহার কবিতা, কেপায়েত উল্লাহ আরকান।
সভায় বক্তারা বলেন, এতিম শিক্ষার্থীরা সকল সুযোগ-সুবিধা ও মৌলিক অধিকার প্রাপ্তির অধিকার রাখে। তাদের একটু ভালোবাসা ও সহানুভূতি দিলে তারাও আদর্শ নাগরিক এবং মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। পিছিয়ে পড়া এ জনগোষ্ঠীর কল্যাণে অধিকার বঞ্চিত শিশু একাডেমী মানবিক দায়িত্ব নিয়ে যে কার্যক্রম পরিচালনা করে আসছে তা প্রশংসা পাওয়ার যোগ্য। বক্তারা বলেন, অধিকার বঞ্চিত শিশু একাডেমীর কার্যক্রমে সরকারসহ সংশ্লিষ্ট মহল এবং বিত্তশালীদের সহযোগী মনোভাব নিয়ে পাশে দাঁড়ানো প্রয়োজন।