প্রাইজবন্ডের ৯৫তম ‘ড্র’ অনুষ্ঠিত

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ৯৫তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের  পৃষ্ঠা ৫ কলাম ৪
সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। এবারে সব সিরিজের ০১৫৪৪৭৫ নম্বর সিরিয়াল প্রথম এবং ০৮০৯৯৯৩ নম্বর দ্বিতীয় পুরস্কার পেয়েছে। প্রথম পুরস্কার বিজয়ী ৬ লাখ ও দ্বিতীয় পুরস্কার বিজয়ী ৩ লাখ ২৫ হাজার টাকা করে পাবেন। এছাড়া তৃতীয় পুরস্কার বিজয়ী নম্বর দু্থটি হলো ০২৪১১৪৫ ও ০৪৩৮৩৮৪, চতুর্থ পুরস্কার বিজয়ী নম্বর দু্থটি হলো ০৫২৭৩৬৪ ও ০৫৯০৭১৬।  এবারের ড্রতে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত বন্ডসমূহ থেকে ৫১টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট ২৩৪৬টি পুরস্কার  ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ৬ লাখ টাকা করে পাবেন ৫১ জন, ৩ লাখ ২৫ হাজার টাকা পাবেন ৫১ জন, ১ লাখ টাকা করে পাবেন ১০২ জন, ৫০ হাজার টাকা করে পাবেন ১০২ জন ও ১০ হাজার টাকা করে পাবেন ২০৪০ জন। ১০ হাজার টাকা বিজয়ী সব সিরিজের নম্বরগুলো হচ্ছে; ০০৬৫৪৪৬, ০০৬৬৯১৮, ০০৬৯৬২৮, ০০৭৫৬৫৫, ০১১১৬৮৫, ০১৩২৮১১, ০১৪৮২৬২, ০১৯১৩৬৮, ০১৯১৯১৮, ০২২৬৬৯৪, ০২৩১৮৭৭, ০২৩৩৮৫৬, ০২৫৯৮৯১, ০২৯৫৮৭৮, ০২৯৭২১০, ০৩২৮৮৯৭, ০৪০০৭৩৬, ০৪২৬৭৭১, ০৪৩৭৯২৪, ০৪৪৪০৪৮, ০৫৪১৩১৭, ০৫৪৬১০২, ০৫৫৬২৮৩, ০৫৬৫৯৩০, ০৬৩৭৮৬০, ০৬৭৫৭১৩, ০৬৯৩০৬৫, ০৭৪৯৭৭৮, ০৭৫২৭৮১, ০৭৭০০১৬, ০৭৮২৮৩২, ০৭৮৬৫৮০, ০৮২৮৪৬৪, ০৮৪৭৩১৪, ০৮৮৭০১৮, ০৯৪৬৫৭১, ০৯৪৮৩৫৫ ও ০৯৭৭৫৭৬।