পটিয়ার এমপি পটিয়াবাসীকে দেশের মানুষের কাছে অপমানিত করেছে

চট্টগ্রাম বন্দরে কর্মরত পটিয়াবাসীর সাথে ইফতার মাহফিলে বদিউল আলম
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেন, ব্রিটিশ আমল থেকে পটিয়ার রাজনীতিবিদ এবং পটিয়াবাসীর মান মর্যাদা সারা দেশের মানুষের কাছে গৌরবের ইতিহাস রয়েছে। বর্তমান পটিয়ার এমপি সামশুল হক চৌধুরীর কিছু বির্তকিত কর্মকান্ডের কারণে পটিয়াবাসী সারা দেশের মানুষের কাছে অপমানিত হতে হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ ধরণের মানুষ থেকে পটিয়াবাসীকে সজাগ থাকতে হবে, আগামী সংসদ নির্বাচন উপলক্ষে এখন থেকে তৃণমূল নেতা কর্মীসহ পটিয়াবাসীকে প্রত্যেক এলাকায় উঠান বৈঠক করে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।
শনিবার নগনরীর আগ্রাবাদস্থ একটি রেস্টুরেস্টে চট্টগ্রাম বন্দরে কর্মরত পটিয়াবাসীর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম এসব কথা বলেন। চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ পরিবহন বিভাগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে যুবলীগ নেতা টিটু মল্লিক, মোরশেদু হাসানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এড মাহফুজুর রহমান খান।
এতে বিশেষ অতিথি ছিলেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর বীরমুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, বাংলাদেশ প্রাইম মুভার এসোসিয়শনের সহ সাধারণ সম্পাদক এম মোরশেদ হোসেন নিজামী, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের যুগ্ম সম্পাদক মহিউদ্দীন দস্তগীর, চট্টগ্রাম বন্দর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, বন্দর কর্মচারী পরিষদ সহ সাধারণ সম্পাদক নাছির উদ্দীন চৌধুরী, যুবলীগ নেতা মোহাম্মদ ফরিদ, বন্দরের কর্মরত মোহাম্মদ মুন্না, মাঈনুদ্দিন, মনির, মামুন, হেলাল, পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দীন, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহীন প্রমুখ।