বাংলাদেশে যা গল্পের মতো শুনায় এমন একটি অসাধ্য সাধন করলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহল আমিনের তত্ত্বাবধানে এটি টিম।
গত কাল সোমবার হাটহাজারীতে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়ে খালে পড়ে গেলে সেখানে তেল ছড়িয়ে পড়ে আর ছড়িয়ে পড়া তেল যেন হালদায় যেতে না পারে সে জন্য তা সংগ্রহে মাঠে নেমে পড়েন ইউএনওর নেতৃত্বে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৬ হাজার লিটার তেল সংগ্রহ করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মীরা, রেল কর্তৃপক্ষ, পিকিং পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা এবং হালদা গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া ঘটনাস্থলে ছুটে যান। এসব তেল যাতে হালদায় না পড়ে সেজন্য উপজেলা প্রশাসনের নির্দেশে মরাখালে ১০টি ক্রসবাধ দিয়ে পানি আটকে রাখা হয়। পরে মঙ্গলবার সকাল থেকে তেল সংগ্রহ করা হয়।
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহল আমিনের তত্ত্বাবধানে ২৫ জন শ্রমিক এ তেল সংগ্রহে কাজ করেন। শুধু তেল সংগ্রহ নয়, সংগৃহীত তেল থেকে ৯ হাজার ৬০০ লিটার তেল পদ্মা অয়েল কোম্পানির কাছে প্রতি লিটার ২০টাকা করে বিক্রিও করা হয়েছে।