এরশাদের বনানী কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরি

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের বনানী কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সারাবাংলাকে বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর হোসেনের রুমে থাকা সিন্দুক ভেঙে ৪৩ লাখ টাকা চুরি হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

কার্যালয়ে এতো টাকা কেন ছিল এমন প্রশ্নে তিনি বলেন, ‘গতকালই এই টাকা ব্যাংক থেকে তুলে আনা হয়েছিল। এ টাকা স্টাফদের বেতনসহ কার্যালয়ের বিভিন্ন কাজের জন্য রাখা ছিল। এছাড়া দলীয় প্রধান এরশাদ রংপুরে বাড়ি তৈরি কাজ করছেন, এর কিছু সেখানেও অংশ খরচ করা হতো।’

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোকলেসুর রহমান বলেন, ‘টাকা চুরির ব্যাপারে লিখিত কোনো অভিযোগ আমরা এখনো পাইনি। তবে সকালে মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা প্রাথমিক একটি তদন্ত করছি। তবে ঘটনার তদন্তের স্বার্থে লিখিতভাবে অভিযোগ তাদের অবশ্যই দিতে হবে।’

এ ঘটনায় ভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা দু’জন গার্ডকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।