চুয়েটে তিনদিনব্যাপী ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে সব দাপ্তরিক কার্যক্রম ই-নথির মাধ্যমে পরিচালনার লক্ষ্যে তিনদিনব্যাপী ‘ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ সম্পন্ন হয়েছে। আজ ২রা এপ্রিল (শনিবার) ২০২২ খ্রি. বিকাল ৪.০০ টায় বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের কম্পিউটার ল্যাবে উক্ত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপ-পরিচালক প্রকৌশলী মুনির উল্লাহ। এছাড়া কর্মশালায় অংশগ্রহণকারীদের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন আইআইসিটি’র সিস্টেম অ্যানালিস্ট জনাব তৌহিদুর রহমান ও সাধারণ প্রশাসন শাখার প্রশাসনিক কর্মকর্তা জনাব শিউলী আক্তার। কর্মশালায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অফিসের শিক্ষক ও কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।