নকিয়া নতুনরূপে নকিয়া ফোন, এক চার্জে চলবে ১৮ দিন!

আগের থেকে ফোন দুটির ডিজাইনে অনেকটা পরিবর্তন আনা হয়েছে। দুটি মডেলেই রয়েছে এফএম অ্যান্টেনা সলিউশন। এর ফলে হেডফোন ছাড়াই রেডিও ব্যবহার করা যাবে। সেই সঙ্গে দেওয়া হয়েছে এলইডি লাইট। রয়েছে একাধিক প্রিলোডেড গেমস, যার মধ্যে উল্লেখযোগ্য হল নোকিয়া গেম এবং স্নেক।

দুই ফোনে রয়েছে ১.৭৭ ইঞ্চির কিউভিজিএ স্ক্রিন এবং মোট ১০টি গেম। পারফরম্যান্সের জন্য দুই ফোনেই রয়েছে ইউনিসক ৬৫৩১ই প্রসেসর। থাকছে ৪ এমবি র‌্যাম। পাশাপাশি ২জি কানেক্টিভিটি সাপোর্ট করবে।

৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে নকিয়া ১০৫ এবং নকিয়া ১১০ ফোন দুটিতে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, একবার চার্জ দিলে দুটি ফোনই টানা ১৮ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। সেইসঙ্গে ১২ ঘণ্টা টানা কলও করা যাবে।