ইতিহাসবিদ প্রফেসর ড. মুঈন উদ-দীন আহমদ খান এর স্মরণ সভা আজ

প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে বিশ্ব বরেণ্য ইতিহাসবিদ প্রফেসর ড. মুঈন উদ-দীন আহমদ খানসহ মৃত্যুবরণকারী সমিতির পৃষ্ঠপোষক অ্যাডভোকেট নাছির উদ্দিন আহমেদ চৌধুরী, নির্বাহী সদস্য জিএম সরওয়ারুল আলম টুকু ও অন্যান্য জীবন সদস্যদের স্মরণ সভা ও দোয়া মাহিফল আজ (৩১ মার্চ ২০২২), বৃহস্পতিবার বিকাল ৪.৩০ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি থাকবেন সাউদার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাম্মেল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের প্রাক্তন ডিন ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি মোহাম্মদ মীর সাইফুদ্দীন খালেদ চৌধুরী। এছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ, ইতিহাসবিদ, গবেষক ও স্কলারবৃন্দ উপস্থিত থাকবেন। সমিতির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শওকত আলী নূর এতে সভাপতিত্ব করবেন। এ স্মরণ সভায় সমিতির জীবন সদস্য, বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ শাহ্ আলম, সদস্য সচিব আহমদ ইমরানুল আজিজ ও সাধারণ সম্পাদক হাফেজ সালামত উল্লাহ অনুরোধ করেছেন।