বিপ্লব উদ্যানে ফুল দিয়ে ফখরুলের শ্রদ্ধা, কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে বাধা

ষোলশহর দুই নম্বর গেইট এলাকার শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৭ মার্চ) বেলা একটার দিকে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুলের গাড়িবহর কালুরঘাট বেতার কেন্দ্রের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।

দুই নম্বর গেইট এলাকায় পুলিশের বাধার মুখে গাড়ি থেকে নেমে আসেন বিএনপির মহাসচিবসহ অন্যান্য নেতারা। এসময় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর কথা কাটাকাটি হয়। বাধা পেয়ে তাদের গাড়ি বহর বিএনপির সমাবেশ স্থল পলোগ্রাউন্ড মাঠের দিকে চলে যায়। এসময় সেখানে ছাত্রলীগের একটি মিছিল এলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে আমরা কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ বাধা দিয়েছে। তাই সেখানকার কর্মসূচি বাদ দিয়ে পলোগ্রাউন্ড মাঠে চলে আসতে হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, বিএনপিকে বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে পলোগ্রাউন্ড মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তাদের কালুরঘাটে যাওয়ার অনুমতি ছিলো না। সেখানে অন্য রাজনৈতিক কর্মসূচি চলছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশংকায় তাদের সেখানে যেতে দেওয়া হয়নি।

এর আগে শনিবার (২৬ মার্চ) রাতে কালুরঘাট বেতার কেন্দ্রে সমাবেশ কর্মসূচি স্থগিত করে নগর বিএনপি। বেতার কেন্দ্রের পরিবর্তে নগরের পলোগ্রাউন্ড ময়দানে সমাবেশ করার সিদ্ধান্ত নেয় তারা।