পুলিশি বাধা উপেক্ষা করে চাঁদগাঁও থানা যুবদলের র‌্যালী

পুলিশি বাধা উপেক্ষা করে চাঁদগাঁও থানা যুবদলের র‌্যালী আজ ২৬ মার্চ ৫২ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁদগাঁও থানা যুবদলের উদ্যোগে র‌্যালী অনুষ্ঠিত হয়। আজ বেলা ১১ টায় র্যালীটি মৌলভী পুকুর পাড় থেকে শুরু হয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক কালুরঘাট বেতারকেন্দ্র প্রদক্ষিণ করে চাঁদগাঁও শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‌্যালীটি শুরু হওয়ার পরপরই চাঁদগাঁও থানা পুলিশের বাঁধার সম্মুখীন হয়। পরে কিছুটা উত্তেজনা বিরাজ করলেও শেষ পর্যন্ত সফলভাবে র‌্যালীটি সম্পন্ন করে তারা। র‌্যালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত রংবেরঙের ব্যানার ও ফেস্টুন নিয়ে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে চাঁদগাঁও থানা ও ওয়ার্ড যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা। চাঁদগাঁও থানা যুবদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম রুবেলের নেতৃত্বে মিছিল উত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদগাঁও ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদগাঁও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর কবির রানা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান, যুগ্ম সম্পাদক ওসমান, বিএনপি নেতা করিম। এছাড়া র‌্যালীতে আরো উপস্থিত ছিলেন চাঁদগাঁও ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক তৈয়ব, সাজ্জাদ, টিপু, মান্নান, সাইফুল, মহিউদ্দিন, আজগর,আরমান, চাঁদগাঁও থানা ছাত্রদল নেতা রাসেল, আদনান, মহিম, মনির, কাইসার, জুনায়েদ, ইফতি সহ প্রমুখ নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, এরা সবাই নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং চট্টগ্রাম-০৮ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এরশাদ উল্লাহর অনুসারী।