স্বাধীনতা দিবসে মিরসরাই প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

মিরসরাই প্রতিনিধি:: মিরসরাইয়ে যথাযথ মর্যাদায় ৫১তম মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৬ মার্চ) ভোরে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল ৮টায় মিরসরাই স্টেডিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণসহ বিভিন্ন কর্মস‚চি পালন করা হয়। সকালে উপজেলা শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মিরসরাই প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, প্রচার সম্পাদক আজিজ আজহার, সাহিত্য সম্পাদক দিদারুল আলম, সহ-দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাদমান সময়, ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ, প্রকাশনা সম্পাদক সৈয়দ আজমল হোসেন, সদস্য সাফায়েত মেহেদী ও শিক্ষার্থী ইউশরা শারফুদ্দীন। এ ছাড়া পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, উপজেলা প্রশাসন , মিরসরাই থানা, জোরারগঞ্জ থানা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বধীনতা দিবসটি উদযাপন করা হয়।