আকাশ নীল নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

মামলার বাদী রুহুল আমিনের অভিযোগ, ফেসবুকে ২০২১ সালের আগস্টে ২৫ দিনের মধ্যে মোটরসাইকেল সরবরাহ করার অফার দেয় আকাশ নীল প্রতিষ্ঠানটি। এমন বিজ্ঞাপন দেখে তিনি ছয়টি মোটরসাইকেল কেনার জন্য প্রতিষ্ঠানটিকে ১ কোটি ৯৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা দেন। নির্ধারিত সময়ে মোটরসাইকেল না পেয়ে প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু মোটরসাইকেল না দিয়ে তাঁকে একটি চেক ধরিয়ে দেয় প্রতিষ্ঠানটি। পরে চেক প্রত্যাখ্যাত হয়। এতে পাওনা অর্থ ফেরত চাইলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তাঁকে হুমকি দেন।

মামলার তথ্য অনুযায়ী, বাদী ছাড়াও আরও ৩০ যুবকের কাছ থেকে ৬ কোটি ৪ লাখ ৫৩ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করেছে প্রতিষ্ঠানটি। মামলার আসামিরা হলেন আকাশ নীলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মশিউর রহমান, পরিচালক ইফতেখার উজ জামান, এজেন্ট রাকিবুল হাসান, এজেন্ট সৈয়দ রুমান, চেয়ারম্যান খাদিজা বেগম ও মশিউর রহমানের দুই স্ত্রী ব্যবসায়িক অংশীদার ফাতেমা আক্তার ও মৌসুমী আক্তার।