ব্রাজিলে টেলিগ্রাম নিষিদ্ধ

ব্রাজিলের সুপ্রিম কোর্ট শুক্রবার দেশটিতে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধ করেছে। ভুয়া তথ্যের বিস্তার রোধে নিষ্ক্রিয় থাকায় দেশটিতে টেলিগ্রাম ব্লক করার নির্দেশ দেন বিচারক আলেকজান্দ্রে ডে মোরেইস।

দেশটিতে আগামী অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে ভুয়া তথ্যের বিস্তার রোধের পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানালেও টেলিগ্রামের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি, এমনটাই দাবি ব্রাজিলের নির্বাচন আদালত। তাই ব্রাজিলে এই অ্যাপ নিষিদ্ধের বিষয়টি তারা বিবেচনায় আনছেন।

বিচারক মোরেইস বলেন, ভুল তথ্য ছড়ানোর দায়ে বিভিন্ন অ্যাকাউন্ট বন্ধের একাধিক বিচারিক আদেশ মানেনি টেলিগ্রাম। এছাড়া দেশটির আইন অমান্য করেছে টেলিগ্রাম। এরই ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরভ বলেন, কোম্পানির অবজ্ঞার জন্য ক্ষমা চাইছি। তিনি আদালতের আদেশ বাস্তবায়নের জন্য কিছুদিন সময় প্রার্থনা করেছেন। সূত্র: আলজাজিরা