কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে পথচারী এক মহিলা । ২৮ এপ্রিল বিকালে বদরখালীর পুরাতন স্টেশনে এ দূর্ঘটনা ঘটে । স্থানীয় লোকজন জানান, মহেশখালী থেকে আসা একটি পান ভর্তি ট্রাক গাড়ী বদরখালীর পুরাতন স্টেশন এলাকায় এলে সড়ক পারাপারের সময় রিনা বড়ুয়া (৪৫), নামে এক পথচারী মহিলাকে পান ভর্তি ট্রাক চট্রমেট্রো ড – ১১-০৮১২ নং গাড়ি ধাক্কা দেয়, মহিলা সড়কে পড়ে গেলে ট্রাক গাড়ীটি পেছনে গিয়ে পূর্ণরায় আহত করে । ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহত মহিলাকে উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত মহিলা মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের নলবিলা উত্তর বড়ুয়া পাড়ার জমিতার স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে স্বজন দের কাছে হস্তান্তর করেছে। গাড়ী চালককে বদরখালী পুলিশ ফাঁড়ীর আইসি ইছমাইল আটক করেছে বলে জানিয়েছেন।