কুতুবদিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

লিটন কুতুবী::

টেকসই আগামীর জন্য ,জেন্ডার সমতার আজ অগ্রগণ্য’-প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যয় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে ব্র্যাক,কেয়ার, কোস্ট ফাউন্ডেশন, পি এইচ ডি সহযোগীতায় দিবসটির যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে এবং কেয়ার বাংলাদেশ এনজিওর ফিল্ড অফিসার আলা উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটি, উপজেলা শিক্ষা অফিসার মোক্তার আহমদ, জাইকার জামাল উদ্দিন, দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান আলহাজ আলাদ্দিন আল আজাদ,সাংবাদিক কাইছার সিকদার, ব্র্যাকের মাইক্রো ফাইন্যান্স এলাকা ব্যবস্হাপক অসীম বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক মর্জিনা আক্তার, রহিমা বেগম, নিগার মনি, সহ নারী উন্নয়নের সকল নেত্রী কেয়ার বাংলাদেশ,ব্রাক,পিএইচডি, কোস্ট ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী,সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ব্র্যাকের উদ্যাগে আন্তর্জাতিক নারী দিবসের ব্যালী বের করা হয়।

পরে, আন্তর্জাতিক নারী দিবসে নারীর অগ্রযাত্রায় সাহসী ভূমিকা রাখায়, মিনুয়ারা বেগম,রেজিয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।