জ্ঞান সমৃদ্ধ যোগ্য নাগরিক সৃষ্টিত শিক্ষকদের ভূমিকা অপরিসীম

শিক্ষক সমিতির ট্যালেন্ট বৃত্তি পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা

বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখা পরিচালিত ট্যালেন্ট বৃত্তি পরীক্ষা ২০১৮ এর সনদ ও পুরস্কার বিতরণী সভা আজ ২৬ এপ্রিল, শুক্রবার বিকালে জামাল খানস্থ শাহ্ওয়ালী উল্ল্যাহ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। বিশেষ সাথে তাল মিলিয়ে চলার মত আধুনিক তথ্য ও প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ যোগ্য নাগরিক সৃষ্টিত শিক্ষকদের ভূমিকা অপরিসীম উল্লেখ করে অনুষ্ঠানের প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী বলেন, শুধু মাত্র ভাল মানের সার্টিফিকেট পাওয়ার জন্য শিক্ষা গ্রহণ নয় বরং শিক্ষার্থীদের আত্মগঠন করে সার্বিকভাবে মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার মাধ্যমেই শিক্ষার মূল লক্ষ্য অর্জন সম্ভব। বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম.এ ছফা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সনদ ও পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার প্রধান উপদেষ্টা মোঃ মুহিব্বুর রহমান চৌধুরী ও মুহাম্মদ আবু সোলেমান। আবদুল মাবুদ এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে স্ব স্ব অবস্থান থেকে আগামী দিনের দেশ ও জাতি গঠনের যোগ্য নাগরিক সৃষ্টিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন-বাশিস চট্টগ্রাম আঞ্চলিক শাখার সচিব বাবু কমল কান্তি ভৌমিক, চট্টগ্রাম মহানগরী শাখার সচিব মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মোহাম্মদ মোস্তফা, সচিব অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন, দক্ষিণে জলা সচিব মোঃ আবদুল হান্নান। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন-জাহাঙ্গীর আলম, বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল মাবুদ, সচিব মুহাম্মদ মুজিবুর রহমান, মুহাম্মদ নজরুল ইসলাম, মোঃ মাহফুজুল ইসলাম, এস.এম. বেলাল উদ্দিন শেলি, মুহাম্মদ মহিউদ্দিন, মুশফিকুর রহমান চৌধুরী, এম.এ মোমেন হাজারী, মুজিবুর রহমান, মুনিরুল আনোয়ার, এস.এম. আক্কাস উদ্দিন, বিশ্বজিৎ বসু, খোরশেদ আলম, মোঃ শাহজাহান প্রমুখ। শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষার ভূমিকা অপরিসীম উল্লেখ করে এ পরীক্ষার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মুহাম্মদ সরওয়ার আজম, আফিয়া জাহান চৌধুরী। বিগত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত এ পরীক্ষায় ২য় থেকে নবম শ্রেণিতে ১৬৪৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করে-১৬০ জন ট্যালেন্টপুল, এ গ্রেড, বি গ্রেড এবং সি গ্রেডে বৃত্তি লাভ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিরতণ করেন।