কী হবে সুইফট থেকে রাশিয়ার ব্যাংক বাদ পড়লে

আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট পেমেন্ট নেটওয়ার্ক থেকে রাশিয়ার কিছু ব্যাংককে বিচ্ছিন্ন করতে রাজি হয়েছে পশ্চিমা দেশগুলো। পশ্চিমাদের এই পদক্ষেপে রাশিয়া কতটা ক্ষতিগ্রস্ত হবে, তা তুলে ধরেছে বিবিসি।

বেলজিয়ামভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন বা সুইফট হলো দ্রুত ও নিরাপদে আন্তর্জাতিক লেনদেনের প্রধান ব্যবস্থা। বিশ্বের ২০০টির বেশি দেশের ১১ হাজার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সুইফট যুক্ত।

ইউক্রেনে সামরিক অভিযানের জেরে মস্কোকে শায়েস্তা করতে কঠোর নিষেধাজ্ঞা আরোপের অংশ হিসেবে রাশিয়ার কয়েকটি ব্যাংককে সুইফট থেকে বিচ্ছিন্ন করার ব্যাপারে রাজি হওয়ার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।