রুনা তাসমিনা’র শিশুতোষ গল্পগ্রন্থ ‘গাছ পাখি রোদের হাসি ‘

এবারের একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে রুনা তাসমিনার শিশুতোষ গল্পগ্রন্থ ‘গাছ পাখি রোদের হাসি ‘। রুনা তাসমিনা সাহিত্যাঙ্গনে এক পরিচিত নাম। নানামুখী রচনায় রয়েছে তাঁর সমান আগ্রহ ও কৌতূহল। কখনো ছড়া, কখনো কবিতা, কখনো ফিচার, কখনো প্রবন্ধ-নিবন্ধ লিখলেও গল্প লেখায় তিনি বেশ স্বতঃস্ফূর্ত। ছোটো এবং বড় উভয়ের জন্য তিনি লেখালেখি করেন সনিষ্ঠ আন্তরিকতায়। দেশের বিভিন্ন পত্রিকায় তাঁর লেখা গল্প অত্যন্ত মর্যাদার সঙ্গে প্রকাশিত হয়। অল্প সময়ের ব্যবধানে তিনি অর্জন করেন পাঠকের সমীহ ও ভালোবাসা। ২০১৭ সালে ‘বিজ্ঞানের মজার খেলা’ নামে একটি নিবন্ধ দিয়ে তাঁর গ্রন্থজগতে প্রবেশ। পরে প্রকাশিত হয় তাঁর প্রথম বড়দের গল্পগ্রন্থ ‘মেঘে ঢাকা চাঁদ এবং ছোটোদের উপযোগী গল্পগ্রন্থ ‘টিয়া হাসে নীল আকাশে’। এর পরে আমরা পাই ‘সূর্য নাচে রং তুলিতে’, ‘দীপুর লাল ঘুড়ি’, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক গল্পের বই’ প্রাণের নেতা বঙ্গবন্ধু এবং বড়দের জন্যে লেখা গল্পগ্রন্থ ‘সুবাসিত নক্ষত্ররাত’। ২০২২ সালের একুশের বইমেলায় শৈলী প্রকাশন থেকে আসছে তাঁর শিশুতোষ গল্পগ্রন্থ ‘গাছ পাখি রোদের হাসি ‘ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী ছোটগল্প সম্পর্কে বলেছেন, ‘ছোটগল্পে অস্বাভাবিক, এমনকি অতিপ্রাকৃতিক, ঘটনাও ঘটতে পারে, ঘটেও থাকে; কিন্তু ঘটনা মর্যাদাবান ও মূল্যবান হয় চরিত্রের সঙ্গে তার সম্পর্কের কারণে। মানবিক তাৎপর্যই একমাত্র তাৎপর্য এক্ষেত্রে। সেজন্য বলা হয়, সংলাপই বলি কিংবা নাটকীয় কর্মই বলি ছোটগল্পে, যেমন উপন্যাসেও, তেমনি সবকিছুই চরিত্র থেকে উৎসায়িত। চরিত্রের এ মূল্য ছোটগল্পকে দিতেই হয়।’ রুনা তাসমিনার বড়দের গল্পও কয়েকটি বিষয়ের সমন্বয়ে তৈরি হয়। এর মধ্যে থাকে সমাজের মানুষের চরিত্র ও কৌতূহল এবং লেখকের অভিজ্ঞতা ও কল্পনা। কৌতূহলে, অভিজ্ঞতায়, কল্পনায় মেশামেশির ফলে ‘পারস্পরিক মৈত্রী ও দ্বন্দ্বের’ মধ্য দিয়ে গল্প এগিয়ে যায় তাঁর। ইতিবাচক মনোভঙ্গি ও মানবিকদিকগুলো ফুটে ওঠে লেখায়। ছোটোদের গল্পও অপূর্ব। শিশুকিশোরদের আকর্ষণ করার যথেষ্ট দিক আছে গল্পগুলোতে। তাঁর গল্প বলার ভঙ্গিও চমৎকার। ভাষা সহজ। বাক্যগুলোও জটিল নয়। তার লেখা বইগুলো ইতিমধ্যে পাঠক মহলে বেশ সমাদৃত হয়েছে। রুনা তাসমিনার জন্ম চট্টগ্রাম জেলার ফটিকছড়ি পৌরসভার দৌলতপুর গ্রামের আবদুল হামিদ চৌধুরী বাড়িতে। বাবা নুরুল হুদা চৌধুরী। মা রৌশন আরা। লেখালেখির পাশাপাশি তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত।