বিদেশি শিক্ষার্থীদের জন্য জাপানের সীমান্ত খুলে দেয়া হবে মার্চে

জাপান সরকার আগামী মার্চ মাস থেকে বিদেশি শিক্ষার্থীদের জন্য সীমান্ত খুলে দেয়ার ঘোষণা দিয়েছে। বিশ^ব্যাপী কোভিড বৃদ্ধি পাওয়ায় জাপানের দেয়া নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ফেব্রুয়ারি পর্যন্তই।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা তার কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। করোনা নিয়ন্ত্রণে সফলতা ও বুস্টার ডোজ টিকা প্রদানের সার্বিক অগ্রগতি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত ঘোষণা করলো জাপান সরকার।

ক্ষমতাসীন জোটের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং কোমেইতো প্রবেশ নিষিদ্ধ থাকার বিষয়টি দ্রুত পর্যালোচনা করে দেখার আহ্বান জানানোর প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার এ ঘোষণা দেয়।

উল্লেখ্য, ওমিক্রন ছড়িয়ে পড়ায় গত বছর নভেম্বর মাসে অনাবাসিক বিদেশিদের জন্য প্রবেশ নিষিদ্ধ করেছিল সরকার। এছাড়াও ওমিক্রনের আরও বিস্তার বন্ধ করার উদ্দেশ্যে দেশে ফিরে আসা জাপানি এবং অন্যান্য দেশের বসবাসকারীদের জাপানে পৌঁছাবার পর সাত দিন ধরে স্ব-বিচ্ছিন্ন থাকতে হতো। নতুন ঘোষণায় তা ৩ দিন করার কথা বলা হয়েছে।