লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক তুলে নিলেন সৌম্য সরকার। আজ বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ১৫৩ বলে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন সৌম্য। লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে সর্বোচ্চ ব্যক্তিগত (১৯০) রানের স্কোর ছিল রকিবুল হাসানের। অপর প্রান্তে জহুরুল ইসলামও সেঞ্চুরি (১০০) তুলে নেন। ওপেনিং জুটিতে দুজনের ৩১২ রানের জুটিতে প্রিমিয়ার লিগের এই ম্যাচে শেখ জামালকে ৯ উইকেটে হারিয়েছে আবাহনী।
১৬ ছক্কা ও ১৪ চারে ইনিংসটি সাজান সৌম্য। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডও এখন তার।