কিডনি হাসপাতালে ডায়ালাইসিস বন্ধ, রোগীদের সড়ক অবরোধ

হঠাৎ করেই রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে ডায়ালাইসিস সেবা বন্ধ করে দেয়ার ঘটনায় মিরপুর সড়ক অবরোধ করে রেখেছে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীরা। এতে করে পুরো এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতালের কাছে কিছু টাকা বকেয়া থাকায় আদায়ের কৌশল হিসেবে সেবা বন্ধ করে দিয়েছে দায়িত্বপ্রাপ্ত ভারতীয় প্রতিষ্ঠান স্যানডোর।

এ বিষয়ে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, স্যানডোর নামের কোম্পানিটি এই কাজটি করে আসছে। কিছু টাকা বকেয়া থাকায় আজ সকাল থেকে ৬০০ রোগীকে তারা জিম্মি করেছে। কোম্পানিটির ওপর আমরাও বিরক্ত। তবে আশা করি দ্রুত সমাধান হবে।