৩টি রেষ্টুরেন্টকে ৬০হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে বহদ্দারহাট এলাকায় নির্দেশনা মোতাবেক ব্যবসায় প্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলায় না লেখায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে উৎপাদন-বিক্রয় এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বিধিনিষেধ ভঙ্গ এবং টিকা সনদ ছাড়া গ্রাহকদের খাবার পরিবেশনের দায়ে করার দায়ে কাশবন রেষ্টুরেন্টকে ৩০হাজার টাকা, মদিনা হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ২০হাজার টাকা, ওয়েমপি ক্যাফেকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে কাজীর দেউরীতে প্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলায় না লেখায় এলিগ্যান্স সিরামিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করে।