দু’বছরের মধ্যেই এলাকার অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে:কমল

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা-নন্দাখালী ‘জালাল আহমদ চৌধুরী-মোতাহারুল হক সিকদার সড়ক’, সওদাগরপাড়া-পূর্ব নোনাছড়ি ‘ওয়াছিউর রহমান-ফরুখর রহমান সড়ক’ ও কাউয়ারখোপ ইউনিয়নের লর্ট উখিয়ারঘোনা-ঝর্নামুড়া ‘হাজ্বী হাকিম আলী সড়ক’ নিমার্ণ কাজের শুভ উদ্বোধন করেছেন কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। মঙ্গলবার (১ফেব্রæয়ারী) দুপুরে এ সড়কগুলোর ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। উন্নয়নে এগিয়ে যাওয়ার কর্মসূচীতে কক্সবাজারের সদর, ঈদগাঁও, রামুও থেমে নেই। অন্য সরকারের সময়ে এসব এলাকায় যে উন্নয়ন হয়নি, আমাদের সময়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজ অভুতপূর্ব উন্নয়ন বাস্তবায়ন করে যাচ্ছি। কক্সবাজার-রামু ঈদগাঁওবাসির প্রতি শেখ হাসিনার সুদৃষ্টি আছে বলেই গ্রামীন জনপদে কার্পেটিং, আরসিসি ও সলিং দ্বারা রাস্তার উন্নয়ন করে গ্রাম পর্যায়ে শহরের মতো উন্নয়ন করতে সক্ষম হচ্ছি। আগামী দু’বছরের মধ্যেই এলাকার অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে উল্লেখ করে তিনি আগামীতেও সকলকে জননেত্রী শেখ হাসিনার পাশে থাকার আহবান জানান।
রামু উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাসান জানান, মাননীয় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এর ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রামু উপজেলার জোয়ারিয়ানালা-নন্দাখালী জালাল আহমদ চৌধুরী-মোতাহারুল হক সিকদার সড়ক বিসি (কার্পেটিং) দ্বারা উন্নয়নে ৭৬ লক্ষ টাকা, সওদাগরপাড়া-পূর্ব নোনাছড়ি ওয়াছিউর রহমান-ফরুখর রহমান সড়ক ১ কোটি ১০ লক্ষ টাকা ও কাউয়ারখোপ ইউনিয়নের লর্ট উখিয়ারঘোনা-ঝর্নামুড়া হাজ্বী হাকিম আলী সড়ক ১ কোটি ৮৭ লক্ষ টাকা বরাদ্ধ দিয়েছে। ইতিপূর্বে টেন্ডারও হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে নির্মাণ কাজ শুরু হয়ে বর্ষা মৌসুমের আগেই সম্পন্ন হবে বলে তিনি জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাসান, উপ-সহকারি প্রকৌশলী খাইরুল আলম, কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম, সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল বোরহান উদ্দিন শাহান, সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন সিকদার, জেলা যুবলীগের সাবেক নেতা আবুল কালাম আজাদ, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, সাবেক মেম্বার নুরুল হক, সাঈদ হোসেন, বদরুল হুদা, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও এমপি কমলের পিএস মিজানুর রহমান, নুরুল ইসলাম নাহিদ, রামু স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, কৃষকলীগ নেতা মনসুর আলম, আজিজুল হক মেম্বার প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জোয়ারিয়ানালা ও কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান মেম্বার, স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এর আগে সকাল এগার টায় আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি রামু উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন আয়োজিত প্রকল্প পরিচিতি ও অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।