২০ কিলোমিটার রাস্তায় যানজট জটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

সীতাকুণ্ড উপজেলার বানু বাজার থেকে মাদান বিবির হাট পর্যন্ত রাস্তার এক পাশে কাজ করার কারণে দীর্ঘ ২০ কিলোমিটার রাস্তায় যানজট জটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শনিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রাস্তার এক পাশে কাজ করার কারণে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চট্টগ্রাম মুখী যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।

সীতাকুণ্ড বার আউলিয়া হাইওয়ে পুলিশের ওসি কাজী নাজমুল হক বলেন, পরিবহন ও মহাসড়ক বিভাগ সকাল থেকে রাস্তার এক পাশে কাজ করার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে, এখন স্বাভাবিক হচ্ছে। যানজট নিরসনে আমরা কাজ করছি।