রাউজানে সেনা সদস্যকে মারধরের অভিযোগ

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে বসতভিটা বিরোধের জের ধরে এক সেনা সদস্যকে মারধর করার প্রচেষ্টার অভিযোগ । রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্র পাড়া এলাকায় রংপুর সেনানিবাসে কর্মরত সেনা সদস্য নাসির উদ্দিনকে তার মামা হায়দার ও লোকমান দা ও লাঠি দিয়ে মারধর করার প্রচেষ্টা চালায় বলে অভিযোগ করেন সেনা সদস্য নাসির উদ্দিন । সেনা সদস্য নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, আমার মাতা জাহানারা বেগম, খালা কানাডা প্রবাসী রেহেনা আকতার, লন্ডন প্রবাসী শাহনাজ এর পৈতৃক সম্পত্তির অংশ না দিয়ে মামা হায়দার ও লোকমান নিজেরাই দখল করে। আমার মাতা ও খালার পৈতৃক সম্পত্তি অংশ নিয়ে গত ২৮ জানুয়ারী শুক্রবার বিকালে আমি মামার বাড়ীতে যায় । মা ও খালার পৈতৃক সম্পত্তির অংশের ভাগ নিয়ে কথা বলার এক পর্যায়ে মামা হায়দার ও লোকমান হাতে দা ও লাঠি নিয়ে আমাকে মারধর করার জন্য এগিয়ে আসলে আমি তাদের আক্রমন থেকে রক্ষা পাওয়ার জন্য দৌড়ে পালিয়ে প্রানে রক্ষা পায় । এ ব্যাপারে রাউজান থানায় সেনা সদস্য নাসির উদ্দিন অভিযোগ করে। এ ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন বলেন, ছত্র পাড়া এলাকায় সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে মামা হায়দার ও লোকমানের সাথে ভাগ্নে সেনা সদস্য নাসির উদ্দিনের বিরোধ হয় । সেনা সদস্য নাসির উদ্দিন অভিযোগ করার পর পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছ্ ে।