মোস্তাফিজুর রহমানকে দেখেই মুমিনুল হকের প্রশ্ন, ‘তোর বউ কই?’ সদ্য বিবাহিত মোস্তাফিজ লাজুক হেসে বললেন ‘বাসায়।’ আজ মুমিনুলের বিবাহোত্তর সংবর্ধনায় মোস্তাফিজ সঙ্গে স্ত্রী সামিয়া পারভীনকে না নিয়ে এলেও মেহেদী হাসান মিরাজ নিয়ে এসেছেন তাঁর সহধর্মিণী রাবেয়া আখতার প্রীতিকে।
মুমিনুল দম্পতির সঙ্গে জাতীয় দলের অলরাউন্ডার সাইফউদ্দীন।
সপরিবারে এসেছেন মাহমুদউল্লাহ-তাইজুল ইসলামও। মুমিনুলের বিবাহোত্তর সংবর্ধনায় বর্তমান-সাবেক ক্রিকেটারদের উপস্থিতিতে তারার মেলা হয়ে গেল মিরপুরের পিএসসি কনভেনশন হলে। তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাইফউদ্দীন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান থেকে শুরু করে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ-খালেদ মাসুদ ছিলেন অনুষ্ঠানে। এসেছিলেন বোলিং কোচ ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশ, ট্রেনার মারিও ভিল্লাভারায়ান।
সাদা পাঞ্জাবি পরে মুমিনুলের বিবাহোত্তর সংবর্ধনায় এসেছিলেন পেসার মোস্তাফিজুর রহমান।
মুমিনুলের স্ত্রী ফারিহা বাশারের বাসা মিরপুর ডিওএইচএসে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। দুজনই দোয়া চাইলেন সবার কাছে।ওপেনার তামিম ইকবাল, মোস্তাফিজের সঙ্গে জাতীয় দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। মুমিনুলের বিবাহোত্তর সংবর্ধনায়।