রাউজানে বিসিক শিল্প নগরীতে গ্যাস লাইনের নির্মান শুরু

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ঢালার মুখ ও রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান এলাকায় বিসিক শিল্প নগরীর নির্মানের ক্জা চলছে দ্রুত গতিতে । রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর একান্ত প্রচেষ্টায় এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে শিল্প মন্ত্রনালয়ের আওতায় বিসিক র্শিপ নগরী নির্মানের কাজ চলছে । বিসিক শিল্প নগরী প্রস্তবিত স্থানে মটি ভরাট কাজ চলছে । একই সাথে কয়েকটি ভবন নির্মানের কাজ চলছে । বিসিক শিল্প নগরী নির্মান কাজ শেষ হলে ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে উঠবে । ক্ষুদ্র কুটির শিল্প কারখানাগুলোতে বিভিন্ন প্রকার সামগ্রী উৎপাদিত হবে । বিসিক শিল্প নগরীর শিল্প প্রতিষ্টানে ৫ হাজারের বেশী দক্ষ তরুন যুবকের কর্মসংস্থান হবে । বিসিক শিল্প নগরীতে ইতিমধ্যে বিদ্যুৎ লাইন দেওয়া হয়েছে । বিসিক শিল্প নগরীতে গ্যাস সংযোগ দেওয়ার জন্য গ্যাস লাইন নির্মানের কাজ শুরু হবে শীঘ্রই । বিসিক শিল্প নগরীতে গ্যাস সংযোগ দেওয়ার জন্য গ্যাস লাইনের নির্মান কাজের উদ্বোধন করা হয় । গত ১১ জানুয়ারী মঙ্গলবার দুপুরে গ্যাস লাইন নির্মানের কাজ উদ্বোধন করেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী। গ্যাস লাইন উদ্বোধনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন কর্ণফুলী গ্যাস লিমিটের জেনারেল ম্যানেজার গৌতম কুন্ড, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন, কর্ণফুলী গ্যাস লিমিটেডের ম্যানেজার ফারুক আহম্মদ, কর্মকর্তা মাকসুদুল হক চৌধুরী হাসনু, রাউজান পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন, ঠিকাদার হাসান মোহাম্মদ রাসেল প্রমুখ ।