মালপত্র সরাতে খুলে দেয়া হয়েছে বিজিএমইএ’র তালা

বিজিএমইএ ভবনের মালপত্র সরিয়ে নিতে আজ বৃহস্পতিবার সময় দেয়া হয়েছে। আজকের মধ্যেই সব মালপত্র সরিয়ে নিতে হবে। এর পর আর সময় দেয়া হবে না। আর এ জন্য হাতিরঝিলের বিজিএমইএ ভবনের গেটের তালা খুলে দিয়েছে রাজউক। সকাল ১১টার দিকে বিজিএমইএ ভবন খুলে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল প্রকল্পের প্রকল্প পরিচালক এ এস এম রায়হানুল ফেরদৌস। তালা খুলে দেয়ার পর সেখানকার মালামাল সরিয়ে নিচ্ছে সংশ্লিষ্টরা।