ওমিক্রনঃ অভিশাপ নাকি আশীর্বাদ

কথাটি প্রথম বলেছিলেন ইসরায়েলের বিশিষ্ট করোনা বিশেষজ্ঞ ডাঃ আস্ফাইন এমিরন। তিনি বলেছিলেন, ওমিক্রন আসলে অভিশাপ নয়, আশীর্বাদ। তিনি দেখিয়ে দিয়েছিলেন, ওমিক্রন কিভাবে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। ডেল্টা ভাইরাস থেকে অনেক কম শক্তিশালী ওমিক্রনকে প্রকৃতির দেওয়া ভ্যাকসিন বলে উল্লেখ করেছিলেন ডাঃ এমিরন। কলকাতার বহু চিকিৎসকও করোনা বিশেষজ্ঞ ডাঃ এমিরনের এই থিওরি মেনে নিচ্ছেন। তাঁরা বলছেন, মারাত্মক ডেল্টাকে অপসারণ করছে এই ওমিক্রন। ওমিক্রন যেহেতু দ্রুত ছড়ায় তাই ডেল্টার থেকেও এই রোগ দ্রুত ছড়াচ্ছে। কিন্তু, এর প্রতিক্রিয়া এত কম যে তা ধর্তব্যের মধ্যেই নয়।

ফলে, একবার যার ওমিক্রন হয়ে যাচ্ছে, তার শরীরে এন্টিবডি তৈরি হয়ে যাচ্ছে। ফলে সে করোনা প্রতিরোধে সক্ষম হয়ে যাচ্ছে। কলকাতার চিকিৎসকরা বলছেন, আরও কয়েক সপ্তাহ গেলে তাঁরা নিশ্চিত হতে পারবেন।