চট্টগ্রামে বিএনপি থেকে যারা মনোনয়ন পেলেন

মনোনয়ন নেয়ার জন্য সকাল থেকে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে ভীড় করেন বিএনপি নেতা ও তার কর্মী সমর্থকরা। কার্যালয়ে সামনের রাস্তা লোকে লোকারণ্য হয়ে যায় দুপুর ১২ টার মধ্যে। মনোনয়ন পত্র দেয়া শুরু হলে কর্মী সমর্থকরা নেতাদের নামে শ্লোগান দিতে থাকেন। চট্টগ্রাম জেলার ১৬টি নির্বাচনী আসনের মধ্যে ৩টি আসন শরিক দলকে ছেড়ে দিয়েছে বিএনপি। এগুলো হচ্ছে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসনে এলডিপির সভাপতি অলি আহমদ, চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম বীর প্রতীক, চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে এলডিপির উত্তর জেলার সভাপতি নুরুল আলম ও চট্টগ্রাম-১৫ সাতকানিয়া আসনে জামায়াতের সামশুল আলমকে মনোনয়ন দেয়া হয়েছে।

বাকী ১৩টি আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী নেতাদের চিঠি দেয় বিএনপি। তবে কয়েকটি আসনে একাধিক প্রার্থীকেও চিঠি দেওয়া হয়েছে।

চট্টগ্রাম-১
মীরসরাই আসনে উত্তর জেলা বিএনপির সদস্য উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহসভাপতি মনিরুল ইসলাম ইউসুফ ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি কামাল উদ্দীনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

চট্টগ্রাম-২
ফটিকছড়ি আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার।

চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা ও নুরুল মোস্তাফাকে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।

চট্টগ্রাম-৪
সীতাকুন্ড সংসদীয় আসনে উত্তর জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী ও সাবেক সচিব ও আইজিপি ওয়াই বি সিদ্দিকী।

চট্টগ্রাম-৫ হাটহাজারী সংসদীয় আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক ও ব্যারিস্টার সাকিলা ফারজানাকে মনোনয়নের জন্য চিঠি দেয়া হয়েছে।

চট্টগ্রাম-৬
রাউজান আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও তার পুত্র সামির কাদের চৌধুরী।

চট্টগ্রাম-৭
রাঙ্গুনিয়া আসনে এলডিপিকে ছাড় দিলেও বিকল্প হিসাবে উপজেলা বিএনপির আহবায়ক শওকত আলী নূরকে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।

চট্টগ্রাম-৮
বোয়ালখালী সংসদীয় আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান মোরশেদ খান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান।

চট্টগ্রাম-৯
বাকলিয়া-কোতোয়ালী সংসদীয় আসনে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলমকে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।

চট্টগ্রাম-১০
ডবলমুরিং-পাহাড়তলী-হালিশহর-খুলশী সংসদীয় আসনে বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম-১১
বন্দর-পতেঙ্গা-ডবলমুরিং-ইপিজেড ও সদরঘাট সংসদীয় আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে।

চট্টগ্রাম-১২
পটিয়া সংসদীয় আসনে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ স¤পাদক গাজী শাহজাহান জুয়েল ও দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনাম।

চট্টগ্রাম-১৩
আনোয়ারা ও কর্ণফুলী সংসদীয় আসনে জেলা বিএনপির নেতা শিল্পপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমানকে মনোনয়ন দেয়া হয়েছে।

চট্টগ্রাম-১৬
বাঁশখালী সংসদীয় আসনে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সহ সভাপতি এড ইফতেখার হোসেন চৌধুরী মহসিনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়ির সহসভাপতি আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) হাসিনা আহমেদ
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) শাহজাহান চৌধুরী
কক্সবাজার-৩ লুৎফর রহমান কাজল
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ)