এখনও ধরা পড়েনি কক্সবাজারে নারী পর্যটকের ধর্ষকরা

কক্সবাজারে গৃহবধূ পর্যটককে ধর্ষণের ঘটনার মূল হোতারা এখনও ধরা ছোঁয়ার বাইরে। ঘটনার ৩ দিন পার হতে চললেও সিসিটিভি ফুটেজে চিহ্নিত কেউই গ্রেফতার হয়নি৷ পুলিশ বলছে ধর্ষকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

গত বুধবার (২২ ডিসেম্বর) রাতে কক্সবাজার পর্যটন গলফ্ মাঠের পেছনে এবং হোটেল মোটেল জোনের জিয়া গেস্ট ইনে স্বামী-সন্তানকে জিম্মি করে গৃহবধূ পর্যটককে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা করেন ভিকটিমের স্বামী মামুন মিয়া। এজাহারভুক্ত আসামিরা হলেন- আশিকুর রহমান ও তার তিন সহযোগী ইস্রাফিল খুদা ওরফে জয় ও মেহেদী হাসান ওরফে বাবু এবং রিয়াজ উদ্দিন ছোটন। টুরিস্ট পুলিশকে মামলার তদন্তভার দেওয়া হয়েছে।

জানা গেছে, এ ঘটনায় অভিযুক্ত সবাই শহরের চিহ্নিত অপরাধী। তারা অপহরণ, ছিনতাইসহ নানা ঘটনার সঙ্গে আগে থেকেই জড়িত।

পুলিশ জানিয়েছে, ধর্ষণ মামলার প্রধান আসামি আশিকুর রহমানের বিরুদ্ধে কক্সবাজার সদর থানাতেই রয়েছে ১৬টি মামলা।

এদিকে এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। আর কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত সুপার মো. মহিউদ্দিন জানিয়েছেন, ধর্ষণের শিকার ওই নারী গত কয়েক মাসের ব্যবধানে একাধিকবার কক্সবাজার এসেছেন। অবস্থান করেছেন দীর্ঘসময়। সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।