করোনা ভ্যাকসিন পাননি ভারতের অজস্র মানুষ, ১১ কোটি টিকা নষ্ট

ভারতে এখনও বহু মানুষ আছেন যাঁরা ভ্যাকসিন এর প্রথম ডোজও পাননি, অথচ দেশে বেশ কয়েকটি রাজ্যে ভ্যাকসিন নষ্ট হয়েছে প্রায় ১১ কোটি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় রাজ্য সভাকে যে তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে ভ্যাকসিন নষ্টের ক্ষেত্রে সবার আগে আছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। সেখানে দু কোটি ৯০ লক্ষ ভ্যাকসিন নষ্ট হয়েছে। অথচ উত্তরপ্রদেশে এখনও সাড়ে তিনকোটি মানুষের ভ্যাকসিন নেয়া বাকি আছে।

ভ্যাকসিন নষ্টের ক্ষেত্রে দ্বিতীয় নামটি হল পশ্চিমবঙ্গ। সেখানে আড়াইকোটি ভ্যাকসিন নষ্ট হয়েছে। রাজ্যসভায় দেওয়া তথ্য অনুযায়ী মহারাষ্ট্রে দু কোটি ২০ লক্ষ, বিহারে এক কোটি ৮০ লক্ষ, রাজস্থানে এক কোটি ৪০ লক্ষ, তামিলনাড়ুতে এক কোটি ৩৫ লক্ষ এবং মধ্যপ্রদেশে এক কোটি ১০ লক্ষ ভ্যাকসিন নষ্ট হয়েছে। বিহারে এক কোটি ৮৪ লক্ষ লোক, মহারাষ্ট্রে এক কোটি ৭১ লক্ষ লোক এবং তামিলনাড়ুতে এক কোটি ২৪ লক্ষ লোকের ভ্যাকসিন নেয়া বাকি। এই অবস্থায় বিপুল পরিমান ভ্যাকসিন কিভাবে নষ্ট হয় তার তদন্তের দাবি উঠেছে।