উখিয়ায় ৪৫ টি কর্মসৃজন প্রকল্পের কাজ উদ্বোধন

কায়সার হামিদ মানিক,উখিয়া।

উখিয়ার ৫ ইউনিয়নে একযুগে হতদরিদ্রদের জন্য কর্মসৃজন ইজিপিপি ৪৫ টি প্রকল্পের কাজ শনিবার সকালে শুরু হয়েছে। রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া কবরস্থানের পাশ হইতে দূর্যোগ ব্যাপস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়ের অর্থায়নে এ প্রকল্পের উদ্বোধন করেন,উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ, এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,মোঃআল মামুন,ইউপি সদস্য মোঃ সালাউদ্দিন, টেক অফিসার মেহেদী হাসান ও উপ-প্রকোশলী মেহেদী হাসান এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ গণ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়,২০২১-২০২২ সালের দূর্যোগ ব্যবস্তাপনা ও ত্রাণ মন্ত্রালয়ের অর্থায়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস উপজেলার ৫ ইউনিয়নের ৪৫ টি গ্রামীণ অবকাঠামো সংস্কারের উদ্যোগ নিয়েছে।প্রকল্প বাস্তবায়ন করার জন্য জালিয়াপালং ইউনিয়নে ৮ শত ২৬ জন,পালংখালী ইউনিয়নে ১৬ শত ১৬ জন,রত্নাপালং ইউনিয়নে ৪ শত ৬৫ জন,হলদিয়াপালং ইউনিয়নে ১১ শত ৯৩ জন ও রাজাপালং ইউনিয়নে ১ হাজার ৫৯ জন দৈনিক জনপ্রতি ৪ শত টাকা মজুরিতে ৫ হাজার ১ শত ৫৯ জন শ্রমিক নিয়োগ করা হয়েছে। তারা ৫৮ দিন কাজ করতে পারবেন।শ্রমিকদের বেতন দেওয়া হবে মোবাইল ব্যাংক কিং এর মাধ্যমে মজুরির টাকা পেয়ে যাবেন।