সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

সিআরবিতে প্রস্তাবিত হাসপাতালের জায়গাতে রয়েছে মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তান চাকসু জিএস আবদুর রবসহ ৯ জন বীর মুক্তিযোদ্ধা শহীদের কবর। এই কবরের উপর ব্যক্তিমালিকানাধীন মুনাফামুখী হাসপাতাল শুধু নয়, যেকোনো স্থাপনাই হবে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল। আমরা প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখেছি। তিনি কখনোই এখানে বাণিজ্যিক স্থাপনা হতে দেবেন না।
আজ শনিবার নাগরিক সমাজ, চট্টগ্রামের উদ্যোগে ধারাবাহিক অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এ্যডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান মুক্তিযুদ্ধ বিজয় মেলা কমিটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস, জাসদ জেলা সভাপতি বেলায়েত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কবি অধ্যাপক হোসাইন কবির, খেলাঘর সংগঠনের বনবিহারী চক্রবর্তী,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাজাহান চৌধুরী, সাংবাদিক ঋত্বিক নয়ন,মোঃ মুসা, মহিলা আওয়ামীলীগের নেত্রী হাসিনা আক্তার টুনু, কবি ও শিক্ষক মিনু মিত্র, কবি শারদ মাযহার, কবি অসীম দাশগুপ্ত,সংগীতশিল্পী নারায়ন দাস, সংবাদকর্মী রোকনউদ্দিন, সংবাদকর্মী জসিম উদ্দিন,৯৪ ফোরাম এর কার্যকর সভাপতি মোরশেদ আলম, যুবলীগকর্মী মোঃ আকরাম হোসেন,সার্ক মানবধিকার ফাউন্ডেশন এর চট্টগ্রাম বিভাগের যুগ্ম সম্পাদক সৈয়দ নাফিজ উদ্দিন, মোঃ সাবের,সাজ্জাদ হোসেন জাফর, আব্দুল মজিদ বিপ্লব, দিদারুল ইসলাম মুরাদ , সংবাদকর্মী নুরুল আজম, অনির্বাণ দত্ত, জায়েদিদ মাহমুদ, পিয়াল দে প্রমুখ।