এগিয়ে বাংলাদেশ

এই রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৯৮ রান। ১৪২ রানে এগিয়ে বাংলাদেশ। লিটন দাস ২৩ ও মেহেদি হাসান মিরাজ অপরাজিত রয়েছেন ৩ রানে।
প্রথমে ইনিংসে বাংলাদেশের করা ৩৩০ রানের জবাবে ২৮৬ রানে থামে পাকিস্তান।

হেলমেটে বল লাগায় মাঠ ছাড়লেন ইয়াসির
প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাট করছিলেন ইয়াসির আলি রাব্বি। ষষ্ঠ উইকেটে লিটন দাসের গড়েন ৪৭ রানের জুটি। এরই মধ্যে শাহিন শাহ আফ্রিদির বাউন্সার লাগে ইয়াসিরের হেলমেটে। সেসময় তেমন সমস্যা হয়নি। কিছু সময় পর মাঠ ছাড়েন ইয়াসির। রিটায়ার্ড হার্ট হয়ে ফেরার সময় ৩৬ রানে অপরাজিত ছিলেন তিনি।

মুশফিককে হারিয়ে দিন শুরু বাংলাদেশের
প্রথম ইনিংসে ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেন মুশফিকুর রহীম।

তখনও গুরুত্বপূর্ণ সময়ে দলের হাল ধরেছিলেন। দ্বিতীয় ইনিংসেও টপ অর্ডারদের ব্যর্থতায় আরেকবার মুশফিকের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ দল। চতুর্থ দিনের শুরুটা মুশফিক করেছিলেন বাউন্ডারি হাঁকিয়ে। ছন্দে থাকা হাসান আলি এক বল পরই দারুণ এক ডেলিভারিতে সাজঘরের পথ ধরান মুশফিককে (১৬ রান)।