চবিতে পহেলা বৈশাখ: বিভিন্ন সংস্থার উর্ধতন কর্তৃৃপক্ষের সাথে মতবিনিময়

চট্টগ্রাম বিশ^বিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরও উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণভাবে পহেলা বৈশাখ ১৪২৬ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ সকল কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন করার লক্ষ্যে ১১ এপ্রিল ২০১৯ সন্ধ্যা ৭.৩০ টায় চট্টগ্রাম শহরস্থ একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‌্যাব, রেলওয়ে প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ, বিদ্যুৎ বিভাগ (পিডিবি) এবং হাটহাজারী উপজেলা প্রশাসনের সাথে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় কর্তৃৃপক্ষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
মাননীয় উপাচার্য তাঁর ভাষণে উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, আবহমান বাংলার চিরায়ত অসাম্প্রদায়িক, মানবিক চেতনা-চর্যার মূলে রয়েছে এক অসাধারণ অনুষঙ্গ; সেটি হলো ‘বাংলা নববর্ষ’। নববর্ষকে বরণ করতে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় প্রশাসন দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে সুসম্পন্ন করার জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। মাননীয় উপাচার্য বলেন, যেহেতু চট্টগ্রাম বিশ^বিদ্যালয় অবস্থানগত কারণে চট্টগ্রাম শহর থেকে দূরে অবস্থিত তাই এ বৈশাখী উৎসবে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও আশেপাশের এলাকার বিপুল লোকের সমাগম ঘটে। বৈশাখী উৎসবে আগত সকলেই যাতে এ আনন্দ স্বাচ্ছন্দে গ্রহণ করতে পারে সে ব্যাপারে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সরকারের বিভিন্ন সংস্থার উর্ধতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার উর্ধতন কর্মকর্তাবৃন্দ তাঁদের বক্তব্যে মাননীয় উপাচার্যের উদ্যোগকে স্বাগত জানান এবং এ উৎসবের সফল বাস্তবায়নে তাঁদের সার্বিক সহযোগিতা থাকবে মর্মে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় চবি মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদ, প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী আজগর চৌধুরী ও সহকারী প্রক্টরবৃন্দ, সংশ্লিষ্ট অফিস প্রধানবৃন্দ, এডিসি (ট্রাফিক দক্ষিণ) সিএমপি জনাব নাজমুল হাসান, এডিসি (উত্তর) জনাব মো. মিজানুর রহমান, সিনিয়র এএসপি (ডিএসবি) জনাব মো. নুরুল আবছার ভূইয়া, এসপি (রেলওয়ে পুলিশ) জনাব শেখ শরীফুল ইসলাম, উপ-পরিচালক (ডিজিএফআই) জনাব মো. মাহবুবুর রহমান, সহকারী পরিচালক (এনএসআই) জনাব বি এম শাহরিয়ার মজিদ, ওসি (চকবাজার থানা) জনাব মো. নেজাম উদ্দিন, পরিচালক (তদন্ত) পাঁচলাইশ জনাব শাহাদাত হোসেন, নির্বাহী প্রকৌশলী (পিডিবি) জনাব মো. হোসেন ইমাম, রেলওয়ে কর্মকর্তা মো. নাসিরউদ্দিন সহ বিভিন্ন প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার শুরুতে চবি প্রক্টর ও পহেলা বৈশাখ উদযাপন কমিটির সদস্য-সচিব বিশ^বিদ্যালয় প্রশাসন আয়োজিত পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার বিস্তারিত কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখেন।