টক অব দি চিটাগাং চট্টলবীরের উত্তরসূরী ‘নওফেল’

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের সব চেয়ে গুরুত্বপূর্ণ আসন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)। এ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে সবাইকে চমকে দিলেন দলের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টলবীর খ্যাত সাবেক নগর পিতা এ বি এম মহিউদ্দীন চৌধুরীর উত্তরসূরী নওফেলকে এ আসন থেকে মনোনয়ন দেয়ায় নগরী, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলায় দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এর আগে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়ে দলের নেতাকর্মীদের চমক দেখান তরুণ এ আওয়ামীলীগ নেতা।
এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে মহাজোটের টিকেকে সংসদে গিয়েছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন বাবলু। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ এ আসনটিতে এবার আওয়ামলীগের মনোনয়ন দৌঁড়ে ছিলেন সিডিএ চেয়ারম্যান এম এ ছালাম, প্রবাসী কণ্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, চসিকের সাবেক কাউন্সিলর জহিরুল আলম দোভাষ (ডলফিন), সাংবাদিক নেতা রিয়াজ হায়দার চৌধুরী, চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বিএসসি পুত্র মজিবুর রহমান মজিবসহ অনেকেই।
কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সবাইকে চমকে দিয়ে গুরুত্বপূর্ণ এ আসনটির মনোনয়ন জয় করে নিলেন চট্টলবীরের উত্তরসূরী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এদিকে তার মনোনয়ন পাওয়ার খবরে মহানগর আওয়ামীলীগের বড় অংশজুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সাবেক চসিক মেয়র ও মহানগর আওয়ামীলীগের প্রভাবশালী সভাপতি প্রয়াত এ বি এম মহিউদ্দীন চৌধুরীর উত্তরসূরী হিসেবে ভবিষ্যতে যোগ্য পিতার যোগ্যতার স্বাক্ষর রেখে তিনি আর্বিভূত হয়েছেন বলে মনে করেন রাজনৈতিক সচেতন মহল।