শফিউল আলম, রাউজানঃ বিশ্বঅলী শাহান শাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ৯৭ তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে ফটিকছড়ি নানুপুর ঢালকাটা প্রাথমিক বিদ্যাøয় মাঠে মাইজভান্ডারী দর্শন শীষক সেমিনার অনুষ্টিত হয়।
১২ ডিসেম্বর (শুক্রবার) বাদে আসর থেকে অনুষ্ঠিত মাইজভান্ডারী দর্শন শীষক সেমিনারে সভাপতিত্ব করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি ‘গ’ জোনের সাংগঠনিক সমন্বয় কারী মাস্ট্রার মুহাম্মদ নাসির উদ্দিন। নাজিম উদ্দিন বাবু ও মাস্ট্রার মুহম্মিদ আলী হাসানের যৌথ সঞ্চলনায় অনুষ্ঠিত মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি ‘গ’ জোনের আওতাধিন শাখা সমুহের উদ্যোগে আয়োজিত মাইজভান্ডারী দর্শন শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সভাপতি আলহাজ্ব রেজাউল আলী চৌধুরী জসিম।

অনুষ্ঠান উদ্বোধন করেন মুহাম্মদ আলমগীর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহাম্মদ শফিউল আলম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা বুডিচং খিলতলা দরবার শরীফের সাজ্জাদানশীল আল্লামা মুফতি বাকি বিল্লাহ আল আজাহারী মাইজভান্ডারী। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বারীয় দরবার শরীফের সাজ্জাদানশীল মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারী, মাওলানা মঈন দ্দিন, হাফেজ মাওলানা মুহাম্মদ এরশাদ, মাওলানা হাবিব উল্ল্রাহ।
অনুষ্ঠানে বিশেষ অথিথি হিসাবে উপস্থিত ছিলেন লন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য লেঅকমান হোসাইন, দিদারুল আলম, আলসগীর, আবুল হাশেম, কাজী নিজামুল ইসলাম,সোরশেদুল আমিন, কাজী মোহাম্মদ হারেস, আজগর আলী, সিরাজুল হক, আশরফ সিদ্দিকি, জসিম উদ্দিন,নুরুল ইসলাম, সাংইদক শফিউল আলম, এস এম মহিব উল্লাহ। সাংগঠনিক সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন আখতারুজ্জমান চৌধুরূী বাবর, মাস্ট্রার আজিম উদ্দিন, মাস্ট্রার দিদরুল আলম, আলমগীর আলম, দিদারুল আলম, মনির উদ্দিন খোরশেদ, আলাউদ্দিন, মাহাবুল আলম, আহম্মদ হোসেন, শহিদুউল্ল্যাহ, কবির আহম্মদ, আলী নেওয়াজ, নুরুল হুদা, আনিস উদ্দিন সোহেল, মেম্বার আহমামদ ছাফা ভুট্টো, অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন আ্ইয়্ ুআলী সওদাগর, মুজিবুর রহমান, নাইম উদ্দিন সহ বিভিন্ন শাখা কমিটির সভাপতি সাধারন সম্পাদক ও সদস্যরা। অনুষ্ঠানের শেষে দেম জাতির কলান কামনা করে মোনাজাত করা হয়। পরে মাইজভানাডারী মরমী শিল্পি সৈয়দ মুহাম্মদ নাছির কাওয়াল ও সাজ্জাদ হোসাইন আরমানের পরিবেশনায় সেমা মাহফিল অনুষ্ঠিত হয় ।










