লক্ষ্মীপুরে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
আহতদের ৫ জনকে রায়পুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি আহতরা হলো- সুমন হোসেন (৩৫), মো. তৌহিদ (৫২), মো. সেলিম (৪০), নুর মোহাম্মদ (৫৫) ও মাইন উদ্দিন (৫০)। আহত অন্যদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

 

বুধবার রাত ৯টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উদমারা গ্রামের সর্দার স্টেশন নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল এসব তথ্য নিশ্চিত করে বলেন, ২৮ নভেম্বর ৩য় ধাপে রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সদস্য পদে মোরগ প্রতীকের প্রার্থী আবদুর রব।