উপাচার্যের সাথে চবির একুশ ব্যাচের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একুশ ব্যাচ এর সংগঠন ‘আমরা একুশ’ এর আহ্বায়ক ওমরগণি এম. ই. এস. কলেজের অধ্যক্ষ জনাব আ. ন. ম. সরওয়ার আলম এর নেতৃত্বে একুশ ব্যাচের একটি প্রতিনিধি দল ৫ নভেম্বর ২০২১ বিকাল ৫:০০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মহীবুল আজিজ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হোসাইন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস. এম. মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম এবং চবি ডেপুটি রেজিস্টার (একাডেমিক) এস এম আকবর হোসাইন উপস্থিত ছিলেন। একুশ ব্যাচের প্রতিনিধি দলে ছিলেন জনাব সোহেল রহমান, জানাব এ.কে.এম. মোজাম্মেল হক চৌধুরী লেনিন, সদস্য-সচিব জনাব মহিউদ্দীন বাদলসহ একুশ ব্যাচের অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে একুশ ব্যাচের নেতৃবৃন্দের পক্ষ থেকে জানানো হয় চবি প্রশাসনের অনুমতি পেলে তারা খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয় ‘স্মরণ চত্বর’ সংলগ্ন এলাকায় চবি শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক মানের কমফোর্ট জোন নির্মাণ এবং একটি ইনফরমেশন সেন্টার স্থাপন করবে।
মাননীয় উপাচার্য একুশ ব্যাচের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একুশ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় এলামনাইরা এগিয়ে আসলে বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য কমফোর্ট জোন ও ইনফরমেশন সেন্টার নির্মিত হলে শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবার এবং বিশেষকরে বিশ্ববিদ্যালয়ে নবাগতরা বিশেষ উপকৃত হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় উপাচার্য কমফোর্ট জোন ও ইনফরমেশন সেন্টার স্থাপনের ব্যাপারে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন পর্ষদে আলোচনার মাধ্যমে স্থান নির্ধারণসহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে জানানো হবে মর্মে একুশ ব্যাচের নেতৃবৃন্দদের আশ^স্থ করেন। চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের জন্য একুশ ব্যাচের এ ধরণের উন্নয়নমূখী প্রয়াস ভবিষ্যতেও অব্যহত থাকবে মর্মে মাননীয় উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন।