অর্থ সংগ্রহে ক্যামেরার সামনে নগ্ন হলেন রাগবি টিমের যুবতীরা

করোনা মহামারির কারণে খুবই অর্থকষ্টে আছে নারীদের বিখ্যাত একটি রাগবি টিম। দীর্ঘ সময় বন্ধ হয়ে আছে তাদের ক্লাব। এ জন্য অর্থের সংস্থান করতে তারা নগ্ন পোজ দিয়েছেন। ক্যামেরার সামনে কখনো হয়েছেন টপলেস। কখনো শরীরের নিম্নাঙ্গের পোশাক পুরোটাই খুলে ফেলেছেন। আবার কখনো তাদের পরণে কাপড় বলতে কিছুই নেই। এই ঘটনা ঘটিয়েছেন কার্লাইল কুগার রাগবি টিমের যুবতীরা। ওইসব ছবি দিয়ে লন্ডনের একটি অনলাইন ট্যাবলয়েড পত্রিকা খবর প্রকাশ করেছে।

তাতে বলা হয়েছে, বেশ কিছু ঝুঁকিপূর্ণ পোজ দিয়েছেন যুবতীরা। এতে তাদের স্পর্শকাতর অঙ্গগুলো অল্পের জন্য রক্ষা পেয়েছে।

দলটির ভাইস ক্যাপ্টেন হান্নাহ ফারেল (২৬) বলেছেন, ক্যামেরার সামনে এভাবে নগ্ন হয়ে দাঁড়াতে সত্যিই বুক কেঁপেছে। এ অভিজ্ঞতা ছিল স্নায়ুুতে শিহরণ জাগানিয়া। সত্যি বলতে কি, বছরে পর বছর আমরা নগ্ন ক্যালেন্ডার নিয়ে কৌতুক করেছি। তবে সে জন্য নিজেরা কিছুই করিনি। শেষ পর্যন্ত নিজেদের নিয়ে ভাবলাম। তাতে মনে হলো, আমরা এ কাজ করলে বিষয়টি হাস্যকর হবে। তবে তা থেকে ক্লাবের জন্য অর্থ সংগ্রহ হবে। এতে নারীদের রাগবি খেলার প্রসার ঘটবে। একই সঙ্গে আমরা আমাদের দেহকে নিয়ে আনন্দ করবো, মজা করবো। তিনি আরো বলেন, কোভিডের পরে দীর্ঘদিন ধরে আমাদের ক্লাব বন্ধ হয়ে আছে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম, এই কাজটি করার এখনই উত্তম সময়। নগ্নতার মাধ্যমে ক্লাবের জন্য অর্থ সংগ্রহ করা যাবে।

আর তাতে নারীদেরকে রাগবি খেলার প্রতি উৎসাহিত করা যাবে। তাছাড়া আমরা তো চেঞ্জিং রুমে বা পোশাক পরিবর্তনের কক্ষে প্রতি সপ্তাহে একজন অন্যের মুখোমুখি হই এবং বিষয়টিকে খুবই স্বাভাবিকভাবে নিই। একজন অন্যের শরীরের আদ্যোপান্ত অবলোকন করি। কিন্তু তাই বলে ক্যামেরার সামনে! বিষয়টি ভাবতেই কেমন যেন নার্ভে নাড়া লেগে যায়। যাহোক প্রথম ছবিটি ক্যামেরায় বন্দি করার পর আমরা স্বাভাবিক হয়ে গেলাম। ফটোশুটের পর মনে হলো আমাদের শরীরে পোশাক বলতে কিছু নেই। মনে হলো আমরা অনেক বেশি ক্ষমতাধর, শক্তিশালী এবং আত্মবিশ্বাসী।

তাদের এই কর্মকাণ্ডে সহায়তা করেছে স্থানীয় ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান। সেই সহায়তা দিয়ে এই ছবি ধারণ করে প্রিন্ট করা হয়েছে। প্রকাশিত ক্যালেন্ডার বিক্রি থেকে যে অর্থ আসবে তা ব্যবহার করা হবে রাগবিতে। এটাকে একটা বোনাস পয়েন্ট হিসেবে দেখছেন হান্নাহ। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো নারীদেরকে দেখাতে চেয়েছি যেকেউ রাগবি খেলতে পারেন। তা তার শারীরিক গঠন, আকার আকৃতি যা-ই হোক না কেন। তিনি আরো বলেন, আপনি যদি ৫ থেকে ৫০০ মিটার দৌড়াতে পারেন তাহলে সব সময়ই রাগবি টিমে আপনার জন্য স্থান হতে পারে। আমরা খেলোয়াড়দের স্বাগত জানাই এবং তাদেরকে গ্রহণ করি। এক্ষেত্রে তার রাগবি অভিজ্ঞতা বড় ফ্যাক্টর নয়। আমাদের খেলোয়াড়দের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এর মধ্যে আছেন মা, বোন, স্ত্রী অথবা আন্টিরা। এর মধ্যে আছেন শিক্ষার্থী থেকে শুরু করে শিফটে কাজ করা মানুষ।